নাটোরে অবৈধভাবে চাঁদা আদায়ের অপরাধে আটক ৮

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলায় সিধুরি সবজি বাজারে অবৈধভাবে চাঁদা আদায়ের অপরাধে আটজনকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার(১৫ এপ্রিল) বিকেলে উপজেলার সিধুরি বাজার থেকে তাদের আটক করা হয়।
নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে
জানা গেছে, দীর্ঘদিন থেকে নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুরি সবজি বাজারে সরকারিভাবে অনুমোদন না নিয়ে ইজারার রশিদ বানিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন প্রায় ১২-১৫ হাজার টাকা ইজারা আদায় করে আসছিল। তারা মসজিদের সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রমের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। গত ৯ মাসে আনুমানিক ৪০ লাখ টাকা অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। পরে আজ মঙ্গলবার সেনাবিহানী অভিযান চালিয়ে অভিযুক্ত আটজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ইজারা রশিদ ও রেজিস্ট্রার জব্দ করা হয়।
গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার বলেন, আটকের পর সেনাবাহিনী তাদের থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।