নাটোরে তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব বিষয়ে কর্মশালা

নাটোর প্রতিনিধি
নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহনে ‘বাংলাদেশ তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব ও উত্তোরণের উপায়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৬ এপ্রিল) শহরের সিসিলি রেস্তারাঁয় দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

বেসরকারি উনয়ন সংস্থা বাংলাদেশ ব্লেইন্ড মিশন আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের ব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার আব্দুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্লাইন্ড মিশনের সংগঠক নাসির তারেক।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের ন্যাশনাল কনসালট্টেট সুভাশিষ বলেন, তামাকজাত পণ্য নিকোটিন, আর্সোনিক, ডিডিটি, আলকাতরা, ফরমালিন, বিটুমিনসহ চার হাজারের অধিক ক্ষতিকর রাসায়নিক আছে। এরমধ্য ৪৩টি ক্যান্সার তৈরীতে সহায়ক। বাংলাদেশে প্রতিবছর এক লক্ষ ৬১ হাজার মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহারে মারা যাছন। তামাক ব্যবহারকারী ছাড়াও এর সংস্পর্শে থাকা ব্যক্তিরাও স্বাস্থ্য ঝুঁকি তথা মৃত্যু ঝুঁকিতে থাকেন।

কর্মশালায় নাটোর জেলায় কর্মরত ২৫জন গণমাধ্যম কর্মী অংশগ্রহন করেন।