নাটোরের ৬ দফা দাবিতে টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

নাটোর প্রতিনিধিঃ
খুলনা ও কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীদের আন্দোলনরত অবস্থা বর্বর হামলার প্রতিবাদ ও ৬ দফা দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৭ ই এপ্রিল সকাল সাড়ে ১১ টায় শহরের রামাইগাছি এলাকায় নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন, খুলনা ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের উপর আন্দোলনরত অবস্থায় বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং ও জুনিয়র ইন্সট্রাক্টরদের পদোন্নতি এবং হাইকোর্টের রিট বাতিল করে, কারিগরি পদে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ সহ ৬ দফা দাবিতে মানববন্ধন করে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাদির, মাহমৃদুল, আলভীর, রাসেল, ওমর সহ অন্যান্য শিক্ষার্থীরা