নাটোরে পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

নাটোর প্রতিনিধি
সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ।
গতকাল ( ২৩ এপ্রিল) বুধবার রাতে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
পুলিশ সুত্রে জানা গেছে, জেলা ম্যাজিষ্ট্রেটের স্মারকমূলে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে, তাদের প্রদানকৃত লাইসেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক-৪ শাখার ২৫ আগস্ট ৩৩০ নম্বর প্রজ্ঞাপনের প্রেক্ষিতে স্থগিত করা হয়। সেই সঙ্গে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু আসামি জুনাইদ আহমেদ পলক আজ পর্যন্ত তার হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্র থানায় জমা দেননি।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জুনাইদ আহমেদ পলকের নামে লাইসেন্সকৃত একটি পিস্তল জমা না দেওয়ায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আসামি আগে থেকেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার রয়েছেন।
তবে ৫ আগস্ট ঢাকায় স্পিকারের রুম থেকে পলকের নামে লাইসেন্সকৃত দুটি অস্ত্র হারিয়ে যায় বলে গতবছরের ৩ সেপ্টেম্বর দাবি করেন পলকের আইনজীবী ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। অস্ত্র দুটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আবেদন দেন পলকের আইনজীবী। আবেদনের একটি অনুলিপি সেসময় সিংড়া থানায় ও দেওয়া হয়।