নাটোরে আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃতদের হামলার প্রতিবাদে মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তগনের হামলায় গুরুতর আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের জেলা আইনজীবী কার্যালয়ের সামনে আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সভাপতি ও পিপি রুহুল আমিন তালুকদার টগর,সাধারন সম্পাদক শরিফুল হক মুক্তা,লোকমান হোসেন বাদল,প্রসাদ কুমার বাচ্চা সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন সাধন দাস একজন আইনজীবী তার উপর দু্র্বৃত্তদের হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। যারা করেছে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।অনতিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।