নাটোরে পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাট ব্যবসায়ীর নিহত

নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় পিকআপ ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শফির মিনা নামের এক পাট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় ৯ বছরের এক শিশু আহত হয়।

বুধবার(৩০ এপ্রিল) সকালে উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া কাশিফুল উলুম মাদ্রসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফির মিনা (৭০) উপজেলার বাঁশিলা গ্রামের ইয়ানুছ মিনার ছেলে। এবং আহত শিশু তাজিম (০৯) নিহতের শ্যালকের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,বুধবার সকালে উপজেলার বাঁশিলা গ্রামের শফির মিনা ও তার শ্যালকের ছেলে তাজিমকে নিয়ে ঠাকুরলক্ষীকুল হাটে পেঁয়াজ বিক্রি করে ব্যাটারী চালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এসময় বাঁশভাগ পূর্বপাড়া কাশিফুল উলুম মাদ্রসার সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি পিকআপ গাড়ির সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাট ব্যবসায়ী শফির মিনা মৃত্যু হয়। এসময় ৯ বছরের শিশু তাজিম
গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাটোর আধুরিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

নলডাঙ্গা থানার কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ গাড়িটি জব্দ করে। এ ঘটনার পর ঘাতক চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।