নাটোরে মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন

নাটোর প্রতিনিধি
নাটোরে মোবাইল চুরির অভিযোগে খোরশেদ আলী নামে এক রিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থী সোলেমান পলাতক রয়েছে।

বুধবার(৩০ এপ্রিল) রাত ৭ টার দিকে নাটোর সদর উপজেলার তেগাছী গ্রামে
এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলী নাটোর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছী গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে এসএসসি পরীক্ষার্থী সোলেমানের মোবাইল ফোন চুরি খোরশেদ আলী চুরি করেছে অভিযোগ করে সে। এরপর থেকেই দুজনের মধ্য এ ঘটনা নিয়ে দ্বন্দ চলছিল। এ ঘটনা নিয়ে দুইজনের তর্কবিতর্কের এক পর্যায়ে খোরশেদ আলীকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। এতে রিকশা চালক মাটিয়ে লুটিয়ে পড়লে সে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মাহবুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশ অভিযানে রয়েছে। এবং থানায় মামলার কাজ চলছে।