নাটোরে আগুনে পুড়ে ঘরবাড়িসহ ৯ ছাগল ভস্মীভূতি

নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়িসহ নগদ তিন লাখ টাকা ও ৯টি ছাগল ভস্মীভূত হয়েছে। এসময় আগুনে দগ্ধ হন দম্পতি।
শনিবার (৩ মে) দিনগত রাতে উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মৃত মেছের আলীর ছেলে
বাবু (৪০) এবং তার স্ত্রী পারভিন।
খবর পেয়ে ঘটনা ঘটনাস্থল পরিদর্শনে করেছেন।নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন শিকদার, জামায়াত নেতা শাহনেওয়াজ মন্ডল মামুন রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাঁই। এতে
আগুনে বাবুর ঘরের ৯টি ছাগল, নগদ ৩ লাখ টাকা, ফ্রিজ, চাল, গম, ভুট্টাসহ ঘরের সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। এসময় বাড়িতে থাকা দুইজন আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
মো.লিটন হোসেন লিমন
নাটোর প্রতিনিধি
০১৭৩৪-১১৩৬৪১
তাং-০৪.০৫.২৫ইং