নাটোরে তেলের দোকানে দরজা ভেঙে ৫ লক্ষ টাকা চুরি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে তেলের দোকানের দরজা ভেঙ্গে ৫ লক্ষ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

আজ (৫ এপ্রিল) নাটোর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এম এম এইচ ফুয়েল এজেন্সি তেলের দোকানে পাঁচ লক্ষ টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

দোকানের মালিক জাহিদুল ইসলাম জানান তার দোকানে ডিজেল, পেট্রোল, ও ক্যারেশিন তেল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় তিনি সকালের দোকান খুলতে এসে দেখেন দোকানের পিছনের দরজাটি ভেঙ্গে দোকানে ঢুকেছে চোর দোকানের অন্যান্য মালামাল ঠিক থাকলেও ক্যাশ বাক্সের নিচ দিয়ে কেটে চোর ৫ লক্ষ টাকা চুরি করে নিয়েছে। ভুক্তভোগী দোকানদার কয়েকজন অজ্ঞাত নামা আসামি করে একটি অভিযোগ নাটোর সদর থানায় অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন ভুক্তভোগী জাহিদুল ইসলাম একটি অভিযোগ দিয়েছে অভিযোগের তদন্ত চলছে এবং প্রকৃত দুষ্কৃতিকারী চোরকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।