নাটোরে ব্রীজের ওপর পড়ে ছিল কাটা হাত

নাটোর প্রতিনিধি
নাটোরের দত্তপাড়ায় ব্রীজের ওপরে পড়েছিল মানুষের খণ্ডিত বাম হাতের একটি হাত। হাতটি দেখতে ব্রীজে ভিড় উচ্ছুক জনতা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার(৭ মে) রাত ৮টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের দত্তপাড়া ব্রীজের উপর থেকে হাতটি উদ্ধির করে পুলিশ।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মাহবুর রহমা বলেন, নাটোর সদর উপজেলার দত্তপাড়ায় ব্রীজের ওপরে রাস্তায় একটি খন্ডিত হাত পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে। হাতের পাশেই নীল রংয়ের পলিথিনে পড়েছিল। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কেউ প্রাইভেটকার বা মাইক্রোবাস থেকে ওই হাতটি পলিথিনে ভরে ফেলে যায়। সম্ভবত ওইটা বাম হাত হবে। এটি কার হাত, বা কারা ফেলে গেছে তা পুলিশ তদন্ত করছে।