নাটোরে পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় চেকপোস্ট বসিয়ে একটি পিস্তলসহ দুই রাউন্ড গুলি
উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি
রেজিষ্ট্রিবিহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি এলাকা থেকে উদ্ধার করে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এস এম রিয়াজুল হাসান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় একটি পালসার মোটরসাইকেলকে চেক করার জন্য থামার সিগন্যাল দেয় পুলিশ। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী
মোটরসাইকেলসহ সড়কে পরে যান। এরপর মোটরসাইকেল ফেলে তারা পালানোর সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো একটি পিস্তলসহ দুই রাউন্ড গুলি মাটিতে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে এবং রেজিষ্ট্রিবিহীন পালসার একটি মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। দুই ব্যক্তিকে আটকে পুলিশ অভিযানে রয়েছে।