নাটোর নাটোরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি- ডলার গ্রেপ্তার

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোর পৌরসভার সাবেক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৩মে) সকাল ৮ টায় নাটোর শহরের হাফরাস্তা তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইশতিয়াক আহমেদ ডলার শহরের হাফরাস্তা এলাকার মৃত হামিদ মুন্সির ছেলে।আটককৃত ইসতিয়াক আহমেদ ডলার স্বেচ্ছাসেবক লীগের নাটোর জেলার সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা।বর্তমানে সে আইনজীবী পেশাতে ও নিয়োজিত রয়েছেন।
নাটোর সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আজ সকালে অভিযান চালিয়ে নাটোরের পৌরসভার সাবেক কাউন্সিলর ইসতিয়াক ডলারকে আহমেদ ডলারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় সাবেক এমপি শিমুলের বাড়িতে ছাত্রদেরকে পুড়িয়ে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজকে আদালতে সোপর্দ করা হয়েছে।