সরকারের থেকে সবকিছু করা সম্ভব নয় -উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নাটোর প্রতিনিধিঃ
বন পরিবেশ, জলবায়ু ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন,
সরকারের থেকে সবকিছু করা সম্ভব নয়।সবকিছু সমাধান করা না গেলেও সমস্যা সমাধানে রূপরেখা করে যাওয়া সম্ভব। যা ইতো মধ্যেই আমরা শুরু করেছি।

আজ সোমবার(১৯মে) দুপুর আড়াই টায় নাটোর বড়াইগ্রাম উপজেলায় আটঘরিয়া বড়াল নদীর উপর নির্মিত রেগুলেটর পরিদর্শন শেষে বড়াল নদীর দুই পাড়ের মানুষের সমস্যার কথা শুনেন তিনি বলেন।

বন পরিবেশ, জলবায়ু ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন,নাটোরের বড়াল কে বাঁচাতে এবং প্রয়োজনে নদী খনন করে নদীর গতিপ্রবাহ ঠিক রেখে যাতে কৃষক তার ফসলের জমিতে সেচ দিতে পারে নাব্যতা রক্ষা এবং দূষণের হাত থেকে নদীকে বাঁচাতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন দীর্ঘ ৫৪ থেকে ৫৩ বছরেযেটা করা সম্ভব হয়নি তা মাত্র দেড় বছরে করা সম্ভব নয়। সবকিছু সমাধান করা না গেলেও সমস্যা সমাধানে রূপরেখা করে যাওয়া সম্ভব। যা ইতো মধ্যেই আমরা শুরু করেছি। যার অংশ হিসেবে প্রতিটা বিভাগে আমরা একটি করে নদী নিয়েছি। আসলে প্রতিটি জেলায় একটি করে নদী দখলমুক্ত-দূষণমুক্ত করার পরিকল্পনা নিয়েছি।

তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা একান্ত সচিব আবু নঈস মোহাম্মদ মারুফ খান,মোহাম্মদ মোবালশেরুল ইসলাম,উপসচিব পানিসম্পদ মন্ত্রণালয়, মোখলেসুর রহমান, প্রধান প্রকৌশলী প্রাণিসম্পদ রাজশাহী,প্রবীর কুমার গোম্বতীত ত্ত্বাবধায়ক রাজশাহী পানি উন্নয়ন বোর্ড, আসমা শাহীন জেলা প্রশাসক নাটোর, আমজাদ হোসাইন পুলিশ সুপার নাটোর,উপজেলা নির্বাহী অফিসারসহ অনেকেই বড়াইগ্রাম।