নাটোরে আওয়ামী লীগের দুই চেয়ারম্যানকে- গ্রেফতার

নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর উপজেলা দিঘাপতিয়া ও লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের দুই চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় হালসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ও লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেফতার করেছে নাটোর সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুজনেই নাটোর জেলা আওয়ামী লীগের পদধারী নেতা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান এই দুই চেয়ারম্যানের বিরুদ্ধেই রাজনৈতিক মামলা ও একটি হত্যা মামলা রয়েছে পূর্ব থেকেই এবং ৫ ই আগস্ট ২০২৪ নাটোরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা ও মারধর কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এই দুই মামলায় উভয়কে গ্রেপ্তার দেখিয়ে
আজ (২৩ জুন) দুপুরে তাদেরকে নাটোর আদালতে প্রেরণ করা হয়।