নাটোরে সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড এর প্রচারণা সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
নাটোর জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকদের অংশ গ্রহনে সাধারণ জনগনের মধ্যে আইন সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক প্রচারণা এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার বিকাল ৫টার দিকে জেলা ও দায়রা জজ আদালত এর সম্মেলন কক্ষে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও দায়রা জজ আদালত এর অতিরিক্ত বিচারক সোহাগ তালুকদার এর সভাপতিত্বে এতে জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুশি, ইউনাইট্রেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, সহ-সভাপতি সুফি সান্টু, নাটোর প্রেস ক্লাাবের সভাপতি ফারাজি রফিক আহমদ বাবন, সিনিয়র সাংবাদিক মুক্তার হোসেন, দিবাশীষ কুমার সরকার, বুলবুল আহমেদসহ অন্যরা।
এই সভায় আইন সহায়তা প্রদান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা এবং সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়াতে কি ভাবে তৃনমূল পর্যায়ে এর প্রচারণা চালানো যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এই প্রচারণা সভার মূল উদ্দেশ্য হল, আইন সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা এবং তাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এই কার্যক্রমের প্রচার করা ও আইন সহায়তা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি করা।