চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউএনও’র সহায়তা পেল আজিজুল

সিংড়া (নাটোর) প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সিংড়ার মো. আজিজুল ইসলামের স্বপ্ন পূরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে নিজ কার্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্সে চান্সপ্রাপ্ত আজিজুলকে আর্থিক সহায়তা হিসেবে নগদ টাকা তুলে দেন ইউএনও।
শিক্ষার্থী মো. আজিজুল ইসলাম সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার মো. উমির ফকির ও মোছা. নবীজান বেগম দম্পতির সন্তান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অর্থাভাবে ভর্তি হতে পারছে না জেনে আজিজুলকে ভর্তির জন্য সহায়তা করেছি। তার জন্য দোয়া রইল।