লালপুরে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা শীর্ষক নাটোরের লালপুরে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার লালপুর শ্রী সুন্দর পাইলট স্কুল মাঠে লারপুর উপজেলা গোপালপুর পৌর যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক লালপুর উপজেলা বিএনপি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সাবেক ভিপি ঢাকা মেডিকেল কলেজের ডাঃ ইয়াসির আরশাদ রাজন,লালপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু,সাবেক সদস্য সচিব গোপালপুর পৌর বিএনপির জিল্লুর রহমান,লালপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আসলাম,লালপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা মজনু,লালপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু রায়হান সুইট, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক পারুল, লালপুর উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ সহ লালপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় ডাঃ ইয়াসির আরশাদ রাজন বলেন প্রিয় তরুন সমাজ আমি সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। সিন্ডিকেট আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। আমি সিন্ডিকেট ভাঙ্গতে চেয়েছি সিন্ডিকেট আমাকে ভাঙ্গতে চেয়েছে। যদি তরুন সমাজ আমার সাথে থাকে তাহলে এ যুদ্ধে আমি বিজয় হবো। চালের ডালের নুনের মতো রাজনীতির মাঠেও কোন সিন্ডিকেট থাকবে না।আমার প্রত্যেকটা মায়ের ভাইয়ের রাজনীতিতে যারা ভোট দেয় যারা রাষ্ট গঠন করে তাদের হিস্যা বুঝিয়ে দিয়ে জনতার হিস্যা বুঝিয়ে দিয়ে আপনাকে রাজসনীতি করতে হবে। এর বাইরে গিযে রাজনীতি করা যাবে না