সিংড়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।
রোববার (২৯ জুন) বেলা ১২টায় সিংড়া পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।