নাটোর বরবারিয়া হাজী পাড়া গ্রামের রাস্তার বেহাল দশা

নাটোর প্রতিনিধি
নাটোর সদরে ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ে বরবারিয়া হাজী পাড়া গ্রামের হাফ কিঃমি রাস্তার বেহাল দশা বিপাকে হাজার হাজার জনগন।

নাটোর শহর থেকে ১২ কিঃমি দূরে ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বরবাড়িয়া হাজী পাড়া গ্রামের হাফ কিঃমিঃ পাকা রাস্তা না থাকায় দূর্ভোগে পড়েছে হাজার হাজার সাধারন জনগন। হাজীপাড়া এলাকার জনগন জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন সাধারন জনগন রিকসা ভ্যান অটোগাড়ি মোটর সাইকেল স্কুল কলেজের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে যাতাযাত করে। একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল অনুপযোগী হয়ে যায়।ফলে এই হাফ কিঃ মিঃ রাস্তার জন্য তখন দত্তপাড়া বা হয়বত পুর দিয়ে ঘুরে যেতে হয় আহম্মেদপুরে। ফলে যেমন সময়ের অপচয় তেমন বাড়তি টাকা লাগে। এতে বিপাকে পড়ে সাধারন জনগন।এলাকাবাসী আরো দাবী জানান যেন এই হাফ কিঃ মিঃ রাস্তা টা দূত তৈরি করা হয়। তাহলে জনগন উপকৃত হবে।