দেশের কল্যাণে সাংবাদিকরা কাজ করে যাচ্ছে- দুলু

নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশ ও সমাজের কল্যাণে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। বিগত ফ্যাসিবাদ সরকারের অনিয়ম-দুনীতির চিত্র সাংবাদিকরা তুলে ধরেছেন। তারা সাহসিকতার সঙ্গে সত্য উম্মোচন করেছেন।
শনিবার(৫ জুলাই) দুপুরে নাটোর প্রেসক্লাবের ৪যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সাংবাদিকের ঋণ আমার রক্ত দিয়েও শোধ করতে পারবো না। এ সাংবাদিকরা সারা পূথিবীর মানচিত্রে আমাকে উপাস্থাপন করেছেন। আমার সম্মান, পরিচিতি সাংবাদিকের মাধ্যমেই। আজ দুলুকে মানুষ চিনে তার পুরো কৃতিত্ব সাংবাদিকদের। সাংবাদিক একজন নেতাকে উপরে নিয়ে যেতে পারেন, আবার নিচে নামিয়ে দিতে পারেন। একজন সাংবাদিক সমাজের সকল অপরাধের বিরুদ্ধে লিখুনির মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে পারেন। এবং একজন মানুষের জন্য সংবাদ অকল্যাণময় ও ক্ষতি হয় তা পরিহার করা। যেন সত্যটা তার মাধ্যমে উঠে আসে। এবং দেশ ও সমাজের কল্যাণ হয়।
বিএনপির নেতা দুলু বলেন, গত ১৭ বছর
সাংবাদিকরা সত্য সংবাদ করতে পারেনি।
তাদের লেখার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। অসংখ্যক সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। অনেকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। আজ অনেক বছর পর সাংবাদিকরা সেই স্বাধীনতা ফিরে পেয়েছে। জুলাই আন্দোলনে সাংবাদিক বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে কাজ করেছে।
দুলু আরও বলেন, সন্ত্রাসীদের রণক্ষেত্র তৈরি হয়েছিল নাটোর। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা এ স্বাধীন দেশ পেয়েছি।
আমি এমপি মন্ত্রী থাকা অবস্থায় কোন বিরোধী দলীয় নেতাকর্মীর ওপরে হামলা, বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেনি। আমি তার বিরোধী ছিলাম। একজন মানুষের বাড়িতে হামলা করা তার বিরোধী আমি। আমাকে নিয়ে কত সাংবাদিক সংবাদ করেছে, কোন দিন কোনো সাংবাদিককে বলিনি। তারা স্বাধীন ভাবে লেখতে পেয়েছে। যতদিন বেঁচে থাকবো আমি সাংবাদিকদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহম্মদ রফিক বাবন এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন- নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবুল চৌধুরী,ড় সাইফুল ইসলাম আফতাব,চ নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবিএম মোস্তফা খোকন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিমসহ প্রমুখ।