নাটোরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) রাত ১০টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ আনোয়ার হোসেন (৫২) কে আটক করা হয়। তার বাড়ি তল্লাশি করে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী। আটককৃত আনোয়ার হোসেন উপজেলার একই গ্রামের মৃত কমল উদ্দিন শাহ এর ছেলে।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগাতিপাড়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।