নাটোরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালিত

নাটোর প্রতিনিধি
স্বাস্থ্য অধিদপ্তর কর্তক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরন টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নোতি ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ৬ দফা দাবিনামা দূতবাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য সহকারীদের ৩ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টাকা পর্যন্ত সিভিল সার্জনের কার্যলয়ের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের আয়োজনে ৬ দফা দাবীতে ৩ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের নাটোর জেলা শাখার সভাপতি সৈকত হোসেন,সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন বাবু,সহ সভাপতি রিনা খাতুন,সদর উপজেলা সভাপতি শাহ আলম সহ স্বাস্থ্য কর্মিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান। ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনক্যাল পদ সহ বেতন স্কেল ১১তম গ্রেড উন্নীকরন। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিকরন সহ দাবী গুলো তুলে ধরা হয়।