নাটোরে ইউনাইটেড প্রেসক্লাবের ৬ বছর পূর্তিতে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
নাটোরে ইউনাইটেড প্রেসক্লাবের ৬ বছর পূর্তি ও সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৯ জুলাই) সন্ধ্যায় নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
কেক কাটা ও আলোচনা সভায় ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন- নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল হায়াত।
সাংবাদিক আশরাফুল ইসলাম ও মেহেদী হাসান বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, প্রথম আলোর নাটোর প্রতিনিধি এডভোকেট মুক্তার হোসেন, সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, শিক্ষাবিদ অলোক কুমার মৈত্র, ইউনাইটেড প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আলী সুফি সান্টু, যুগ্ম সম্পাদক মো. লিটন হোসেন লিমন, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদসহ সকল সদস্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নাটোরকে এগিয়ে নিয়ে যেতে সামাজিক, রাজনৈতিক, উন্নয়ন ক্ষেত্রে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। বস্তুনিষ্ঠু ও সত্য সংবাদ প্রকাশে নাটোরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছেন। সাংবাদিকদের লিখুনীর মাধ্যমে নাটোরের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।