চক্রান্তের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে-দুলু

নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, চক্রান্তের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এখনো ক্ষমতায় না যেতেই নানা চক্রান্তের স্বীকার হচ্ছে।
শনিবান(১১ জুলাই) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত
শ্রমিকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৮ বছর বিএনপিকে ধ্বংস করতে নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও নির্যাতন করা হয়েছে। যেন বিএনপি দেশ থেকে চিরতরে নিঃশেষ হয়ে যায়। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হামলা করে পুঙ্গ করা হয়েছে। বর্তমানে বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করা হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ এমন কোনো নেতাকর্মী নেই, যারা নির্যাতনের স্বীকার হননি। বর্তমানে বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির এখনো ক্ষমতায় না যেতেই নানা চক্রান্ত করা হচ্ছে।
বিএনপির নেতা দুলু বলেন, গত ৫ আগষ্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। আগে মিছিল করতে লোক পেতাম না, এখন মঞ্চে জায়গাহ পাই না। যারা আগে অন্যায় অপরাধ করেছে, তাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। যারা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত তাদের বিএনপিতে কোনো জায়গাহ নেই। শহীদ জিয়াউর রহমান বিএনপিতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের দলে স্থান দেয়নি। তারেক রহমানও বিএনপিতে কোনো অপরাধী, সন্ত্রাসী, খুনিদের জায়গাহ দেবে না।
দুলু আরও বলেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শ্রমিকরা ভূমিকা পালন করেছেন। ছাত্ররা যখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে, তখন একজন ভ্যান চালক সিএনজি, অটোতে করে তাকে হাসপাতালে নিয়ে গেছেন। একজন রিকশাচালক তার গাড়িতে করে জীবনের ঝূঁকি নিয়ে ক্লিনিকে ভর্তি করেছেন। শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ৫ আগষ্টে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও শ্রমিক কুলিদের রক্তে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।
নাটোর জেলা যুবদলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন-
কেন্দ্রীয় বিএনপির শ্রকিকদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।