নাটোরে নির্যাতিত আহত শাহনাজকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি

নাটোর প্রতিনিধ
সেনাপ্রধানের নির্দেশে নাটোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতিত আহত শাহনাজের উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার মোহনপুর এলাকার নিজ বাড়ি থেকে আহত শাহনাজকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর তত্বাবধানে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।
এর আগে সেনাপ্রধানের নির্দেশে সম্পূর্ণ বিনামূল্যে দুই নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানায় সেনাবাহিনী।
জানা গেছে, গত ২৬ জুন নাটোর সদর উপজেলার মোহনপুর এলাকায় দুই নারীর শরীরে মরিচের গুড়া মিশ্রিত গরম পানি ঢেলে নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় হালিমা ও শাহনাজ নামে দুই নারী গুরুতর আহত হয়। এই বর্বর ঘটনার পর সেনাবাহিনীর অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জনকে আটক করে। গুরুতর আহত দুই নারীর মধ্যে হালিমা কিছুটা সুস্থ হলেও শাহনাজের অবস্থা এখনো আশঙ্কাজনক। উন্নত চিকিৎস প্রয়োজন হলেও তার দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়ে। পরে সেনাবাহিনীর কাছে চিকিৎসার আবেদন জানান শাহনাজের পরিবার। এরপরই সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনী দুই আহত নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে। পরে আজ মঙ্গলবার সকালে মোহনপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। মানবিক ও প্রশংসনীয় উদ্যোগে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আহতদের পরিবার ও এলাকাবাসী।