সিংড়ায় জামায়াতে ইসলামীর ফুটবল বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
উপজেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত প্রায় ২০টি ফুটবল বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামে যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, রামানন্দ খাজুরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।