নাটোরে জুলাই যোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভে কাজের উদ্বোধন

নাটোর প্রতিনিধিঃ
সারা বাংলাদেশের ন্যায় নাটোরে ও জুলাই যোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভর কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার( ১৬ই মে) দুপুর ১২টায় নাটোর শহরে ভবানীগঞ্জ মোড়ে জুলাই যোদ্ধা ২৪ স্মরণে স্মৃতিস্তম্ভের কাজের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,সড়ক ও জনপদ নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, নাটোর জেলা পরিষদ নির্বাহী প্রধান শামীম ভূঁইয়া, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী অমিত ঘোষ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জামাত ইসলামী আমির ডাঃ মীর নুরুল ইসলাম, নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ আহবায়ক শেখ ওবায়দুল্লা মিমসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দরা।

এ সময় নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের অভিভাবকেরা এবং আহত জুলাই যোদ্ধারা ও উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নিহত জুলাই যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের করা হয়।