আমরা ঐক্যবদ্ধ না হলে ফ্যাসিবাদরা আবার জেগে উঠবে -দুলু

আমরা ঐক্যবদ্ধ না হলে ফ্যাসিবাদরা আবার জেগে উঠবে -দুলু
নাটোর প্রতিনিধি
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা যদি নিজেরা নিজেরা হানাহানি করি, বিবেধ সৃষ্টি করি এ ফ্যাসিবাদরা আবার জেগে উঠবে। তারা জেগে উঠলে ঐক্যবদ্ধ ছাড়া আমরা পেরে উঠবো না।
বুধবার(১৬ জুলাই) বিকেলে শহরের কানাইখালী এলাকায় আয়োজিত জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের গণতন্ত্রে আজ ষড়যন্ত্রের জালে আটকে যাচ্ছে। গত ১৭ বছর যে কষ্ট করতে হয়েছে, তার চেয়ে শত বছর কষ্ট করতে হবে। ছাত্র-জনতা গত বছর আন্দোলন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এরপরগত ১০ মাস ধরে তারেক রহমান দেশের সকল ক্ষেত্রে সরকার ও রাজনৈতিক দলের কর্মকান্ডকে সমর্থন দিয়ে সহযোগিতা করেছেন। আমার নেতা তারেক রহমান অনেক ধৈয়্যের পরিচয় দিয়েছেন। কিন্তু গত কয়েক দিন ধরে আমার নেতাকে নিয়ে যে ভাষায় গালিগালাজ করা হয়েছে, তাকে নিয়ে মিথ্যা অপ্রচার করা হয়েছে। সারাদেশে মৌচাকের মতো ছাত্র-জনতা, যুবক আজ ক্ষেপে উঠেছেন। আপনাদের অন্যায় অবিচারের প্রতি মানুষে জেগে উঠেছে।
এনসিপি ও জামায়াতের উদ্দেশ্যে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আমি বিএনপির একজন কর্মী হিসেবে বলতে চাই, এ বছর আমরা ফ্যাসিদকে পতন করেছি। আমাদের মধ্য কি এমন হলো যে, আমার নেতাকে ইনসাল করছেন এটা কি ভালো হচ্ছে। আজ গোপালগঞ্জে আপনারা মিটিং করতে গিয়ে স্বৈরাচার আওয়ামলীলীগ ও নিষিদ্ধ পাটির দ্বারা আপনারা আক্রান্ত হয়েছেন। আমরা এ ঘটনার নিন্দা জানাই। দ্রæত এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালণায় সভায় বক্তব্যে দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবিনা ইয়াসমিন ছবি, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বোচ্ছাসেবকদলের আহহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।