শহীদ জিয়াউর রহমান সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন-দুলু

নাটোর প্রতিনিধি
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও
সাবেক মন্ত্রী এ্যাডভোকেট. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদদের ষড়যন্ত্র মোকাবেলা করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। তা না হলে দেশে ফ্যাসিবাদরা মাথাচাড়া দিয়ে উঠবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলাইপুর উপশহর এলাকায় সারাদেশব্যাপী আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ৫০ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কেউ কথা বলেননি। যার চরিত্র কোনো ক্ষুদ ছিল না। যাকে নিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাও কোনো কূটক্তি করতে পারেনি। আজ তাকে নিয়ে মিথ্যা অপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। যিনি তার সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

বিএনপির নেতা রুহুল কুদ্দিস তালুকদার বলেন, ১৭ বছরে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আজকে তাকে নিয়েও কূটক্তি করা হয়েছে। যার কারণে সারাদেশে মৌচাকের মতো ছাত্র-জনতা, যুবকরা ক্ষেপে উঠেছেন। আপনাদের অন্যায় অবিচারের প্রতি মানুষ জেগে উঠেছে। তারেক রহমান বলেছেন, জনগণ যাকে চাইবে, তিনিই প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হতে চাইনি। জনগণের ভোটে যিনি বিজয়ী হবেন, তিনিই দেশ পরিচালনা করবেন। এটাই দেশের সংবিধান এবং গণতন্ত্র। তিনি তো সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছেন। ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যিনি ১৭ বছর ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। যার কারণে তাকে বার বার নির্যাতনেন স্বীকান হতে হয়েছে।

দুলু আরও বলেন,ফ্যাসিবাদরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য আমাদের একত্রে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিসদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। সেজন্য যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে ফ্যাসিসরা সেই সুযোগ পাবে না। মহল্লায়, মহল্লায় পাহাড়ায় দিতে হবে, যেন ফ্যাসিবাদ যেন ঘুরে দাঁড়াতে না পারে। তাই নিজের মধ্য বিবেধ সৃষ্টি না করে দেশ গঠনে এক্যবদ্ধ হতে হবে।

জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্যে দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ জেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।