সিংড়ায় ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজার ও ডাহিয়া গ্রামের একটি বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১৭ লক্ষ টাকার ৩০০টি চায়না দুয়ারী জাল ও ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।
এসময় ডাহিয়া গ্রামের মৃত সরকেত মোল্লার ছেলে মোঃ আরদেশ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিয়াশ বাজারের মোঃ জিন্নদ এর দোকান থেকে জাল উদ্ধার করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, সেনাবাহিনী ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করে।
ইউএনও মাজহারুল ইসলাম জানান, চলনবিলের জীববৈচিত্র ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তিনি আরও জানান, চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
প্রশাসনের এই উদ্যোগে চলনবিল এলাকার পরিবেশবাদী ও সচেতন মৎস্যজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বিলের মাছের প্রজনন ও পরিবেশ সুরক্ষিত থাকবে।