নাটোরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় এবং সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থতির অবনতি ষড়যন্ত্র মূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নাটোরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
সোমবার হাফরাস্তা জেলা জাতীয়বাদী শ্রমিক দলের কার্যালয়ের সামনে থেকে বেলা ১০ টার দিকে নাটোর জেলা শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম হেলাল,জেলা শ্রমিক দলের সভাপতি রায়হান ভুলু,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন দেশ যখন নির্বাচনের দিকে আগাচ্ছে ঠিক সেই সময় কিছু কুচক্রী মহল দেশকে অস্থীতিশীল করার চেষ্টা করছে। বর্তমান সরকারের প্রশাসন ঠিক ভাবে কাজ করছে না বলে দেশে অস্থীতিশীল তৈরি হচ্ছে এবং সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে।সমাবেশে বক্তারা আরো বলেন দেশে দূত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার আহবান জানান এবং দেশে যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের প্রতিহত করা হবে