লালপুরে মহাশশ্মানের কালিমন্দিরের প্রতিমা ভাংচুর

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে রাতের আঁধারে শ্রী শ্রী মহাশশ্মান কালিমন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুবৃত্তরা।
সোমবার(২১ জুলাই) দিনগত রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের হালুডাঙ্গা এলাকার শ্রী শ্রী মহাশশ্মান কালিমন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পুরোহিত সন্ধাবাতি জ্বালিয়ে বাড়িতে চলে যান। মঙ্গলবার ভোরে অর্পন কুমার নামে এক যুবক ঘাস কাটতে যাওয়ার সময় কালিমন্দিরে ভিতরে ১০ ফুট লম্বা মাটির তৈরি কালীমূর্তি সম্পূর্ণ ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তিনি বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানান। পরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরে গিয়ে প্রতিমাটি ভাঙ্গা অবস্থা পড়ে থাকতে দেখেন। এ খবর ছড়িয়ে পড়লে শত শত সনাতন ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত মন্দিরে গিয়ে জড় হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
খবর পেয়ে লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালীমন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র মন্ডল জানান, গতকাল সন্ধাবাতি জ্বালানোর সময়ও কালীমূর্তিটি ছিল। আজ ভোরে আমার ভাতিজা অর্পণ কুমার মন্দিরে এসে দেখেন কালীমূর্তিটি ভেঙে ফেলে রাখা হয়েছে। লোহার ফটক লাগানোই রয়েছে। দুর্বৃত্তরা বাইরে থেকে কোন কিছু দিয়ে মূর্তিটি টেনে এনে ভেঙেছে। তবে আমরা কাউকে সন্দেহ করতে পারছি না। কারা এটা করেছে তা পুলিশ তদন্ত করে বের করবেন।
লালপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দীপেন্দ্রনাথ সাহা বলেন, আমরা সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। শশ্মানের মন্দির হওয়ায় কোনো পাহারাদার থাকেন না। সিসি ক্যামেরাও নাই। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতের বিচার দাবী করছি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, কালিমন্দিরটি নির্জন এলাকা অবস্থিটি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে, পুলিশ তদন্ত করছি। জড়িতের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।