নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৮

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা ছয়জন নারীসহ ৮ জন নিহত হয়েছেন।
বুধবার(২৩ জুলাই) সকাল ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন, নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতরা হলেন- কুষ্ঠিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন(৪০), দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম(৬৫), একই উপজেলার ধর্মদহ এলাকার মৃত জাহিদুল ইমলামের স্ত্রী শেলি বেগম(৬০),
একই উপজেলার ধর্মদহ এলাকার মোল্লার স্ত্রী আঞ্জুমানআরা(৬০), একই উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী আন্না বেগম(৬০), কুষ্ঠিয়া জেলার দৌলতপুর উপজেলার মিজানুর রহমানের স্ত্রী আনু বেগম(৫৫), মাইক্রোবাস চালক রুবেল হোসেন(৩২) মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসিন্দা এবং একই জেলার বাসিন্দা সিমা খাতুন।
নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি ইসমাঈল হোসেন জানান, সকালে মেহেরপুর থেকে একটি মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের নিয়ে জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ বেলকুচি এলাকায় পুত্রবধূকে দেখতে যাচ্ছিলেন। এসময় মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী (তরমুজ পাম্প) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সড়কে মাইক্রোবাসটি দুমরেমুচরে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা নারীসহ ৫ জন নিহত হন। এসময় তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপরদিকে, আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, ঘটনাস্থলে মাইক্রোবাসের পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন।