নাটোরে ট্রাকচাপায় ৮ জন নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন প্রাণহানির ঘটনায় ট্রাক চালক মহির উদ্দিন(২৭) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বুধবার (২৩ জুলাই) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ট্রাকচালক মহির উদ্দিন নাটোর জেলার বামনডাঙ্গা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার সকালে কুষ্ঠিয়া দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকার জাহিদুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে রোগী দেখতে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী (তরমুজ পাম্প) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কে মাইক্রোবাসটি দুমরেমুচরে যায়। এসময় ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা নারীসহ ৫ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এতে ট্রাকচাপায় একই পরিবারের সাতজনসহ ৮ জনের মৃত্যু হয়।
নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, নাটোরে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৮ জন নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পলাতক ট্রাক চালককে র্যাব গ্রেফতার করে। পরে বড়াইগ্রাম থানায় তাকে হস্তান্তর করা হয়।