নাটোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে ইসলামী আন্দোলনের নেতা নিহত

নাটোর প্রতিনিধি
নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নিহত হয়েছে। এসময় দুজন গুরুতর আহত হন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের হরিশপুর রহিম ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন (৪০) নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায়
সাকলাইন নামে এক তরুণ নাটোর শহর থেকে মোটরসাইকেল যোগে বড়াইগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাটোর শহরের হরিশপুর এলাকার রহিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী ও আবির হোসেনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস দ্রুত তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার নেতা আবির হোসেনকে মৃত ঘোষণা করেন।