বড়াইগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি গাড়ীকে অভারটেকিং করার সময় প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারীচালিত অটোভ্যান চালক নিহত হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের মকিমপুর ঢালান এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে হাসান আলী (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নাটোর থেকে পাবনা গামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ৩৭-৫৭৭২) নাটোর-পাবনা মহাসড়কের মকিমপুর ঢালান এলাকায় অজ্ঞাত একটি গাড়ীকে অভারটেকিং করার সময় কয়েন বাজার থেকে বনপাড়া গামী ব্যাটারীচালিত অটোভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই ভ্যানের চালক মারা যায়।
তিনি আরো বলেন, প্রাইভেটকার ও ব্যাটারীচালিত অটোভ্যান জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যাবস্থা চলমান রয়েছে।