বাগাতিপাড়ায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের বারান্দায় এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইমেলা ও উৎসবের ইনচার্জ দেবজ্যতি মণ্ডল। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রাণী, নজরুল গবেষক নিশাত শারমিন, বইমেলার ইউনিট ইনচার্জ জতি মণ্ডলসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই বইমেলা। আগামী ৩০ জুলাই শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি হবে।

প্রথম দিন থেকেই মেলায় বইপ্রেমীদের উল্লেখযোগ্য সাড়া দেখা গেছে। পাঠকেরা স্টল ঘুরে নিজেদের পছন্দের বই খুঁজে নিচ্ছেন, কেউ কেউ সেখানেই বসে পড়ছেন উপন্যাস কিংবা গল্পের অংশবিশেষ। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি সাধারণ পাঠকের আগ্রহও ছিলো চোখে পড়ার মতো।

বইমেলার ইনচার্জ দেবজ্যতি মণ্ডল জানান, মেলায় প্রায় দশ হাজারের বেশি বই রয়েছে। সাহিত্যের বিভিন্ন শাখা উপন্যাস, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, জীবনী, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, ধর্ম, অনুবাদ, স্বাস্থ্য, রান্না, ভাষা শিক্ষা সহ শিশু-কিশোরদের জন্যও রয়েছে আকর্ষণীয় সংগ্রহ।

বইমেলার পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক উৎসবে থাকছে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আয়োজকেরা জানিয়েছেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা চারটি বিভাগে (ক, খ, গ, ঘ) ভাগ করে অনুষ্ঠিত হবে ২৯ জুলাই মঙ্গলবার। আবৃত্তি প্রতিযোগিতা হবে ৩০ জুলাই বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। এরপর প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটবে।

আয়োজনে সার্বিক সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয়ভাবে সহায়তা করছে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন।