নাটোরে মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান

নাটোর প্রতিনিধি
নাটোরে বিভিন্ন স্কুলের মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান
করা হয়েছে।
মঙ্গলবার(২৯ জুলাই) বেলা ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ অডিটেরিয়ামে জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফ আদনান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফরহাদ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্যে রাখেন।
পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট তুলে দেওয়া হয়।