নলডাঙ্গায় স্কাউটসের ‘ষষ্ঠক নেতা কোর্স’ সফলভাবে সম্পন্ন

নাটোর প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস, নলডাঙ্গা উপজেলা শাখার ব্যবস্থাপনায় ২৭ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিনব্যাপী “ষষ্ঠক নেতা কোর্স”। এতে উপজেলার ৭২টি বিদ্যালয় থেকে দুইজন করে মোট ১৪৪ জন কাব শিশু অংশগ্রহণ করে।
কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি জনাব মো: রেদুয়ানুল হালিম। কোর্সের সমাপনী ও গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জান্নাত আরা ফেরদৌস, কমিশনার, জেলা স্কাউটস ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নাটোর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের কমিশনার জনাব মো: সানাউল্লাহ, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) জনাব মো: কাহারুল ইসলাম জয়, এএলটি, জেলা স্কাউটসের সম্পাদক জনাব এস. এম. গোলাম মহি উদ্দিন, এএলটি, এবং উপজেলা সম্পাদক জনাব জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী আনিসা আঞ্জুমান রোজ,বায়োজিদ বোস্তামি সিয়াম সহ স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।
কোর্সটিতে অংশগ্রহণকারীরা স্কাউটসের নৈতিকতা, নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করে। আয়োজকরা জানান, ভবিষ্যত নেতৃত্ব গঠনে এমন প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে,পরে সনদ বিতারনের মাধ্যমে শেষ হয়।