নাটোরের “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ

নাটোর প্রতিনিধি
“জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ এবং মাদার অফ জুলাই বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের আয়োজনে অভিভাবক সমাবেশ এবং মাদার অফ জুলাই বিষয়ক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

কোরআন তেলওয়াত ও জুলাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে আলোচনা শুরু হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস , স্থানীয় সরকার উপ-পরিচালক আসমা খাতুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নীলা হাফিজা, নাটোর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমীন নেলী, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরহাদ আহমেদ,ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, নাটোরে জুলাই শহীদ মীরদাদ খানের, বাবা অধ্যক্ষ দেলোয়ার হোসাইন এবং শহীদ মেহেদী হাসান রবিনের মা আমেনা আক্তার,জুলাই আহত সাজ্জাদ হোসেন, ফয়সাল মাহমুদ শিশিরসহ অন্যান্যরা।