নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি: মালামাল লুট

নাটোর প্রতিনিধি
নাটোর চিনিকলে গার্ডদের বেঁধে রেখে মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। তবে কি পরিমাণে মালামাল লুট হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান কর্তৃপক্ষ।

শনিবার(২ আগষ্ট) দিনগত রাতে শহরের হুগলবাড়িয়া এলাকায় চিনিকলে এ ডাকাতির ঘটনা ঘটে।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে রেখে মালামাল ডাকাতি করে নিয়ে যায়। তবে কি পরিমাণে মালামাল ডাকাতি হয়েছে, তা তদন্ত চলছে। তদন্তের পর সঠিক হিসাব দিতে পারবো বলে তিনি জানান।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মাহবুর রহমান জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনার তদন্ত কাজ চলছে। তদন্তের পর কি পরিমানে মালামাল লুট হয়েছে, জানা জানা যাবে।