মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় জিয়া পরিষদ কাজ করছে- উপাচার্য আব্দুল লতিফ

নাটোর প্রতিনিধি
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো: আব্দুল লতিফ বলেছেন, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় জিয়া পরিষদ কাজ করে যাচ্ছে।
জনগণের অধিকার বাস্তবায়ন করতে জিয়া পরিষদ বদ্ধপরিকর।

মঙ্গলবার(৫ আগষ্ট) সকালে শহরের আলাইপুরস্থল জেলা বিএনপির কার্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল লতিফ
বলেন, গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে সামনে একটি নির্বাচন হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয়। জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার এবং মানুষের বাগ স্বাধীনতা ফিরে আনতে সংগ্রাম করছে। সেই সঙ্গে জিয়া পরিষদ মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জিয়া পরিষদ অন্য সব সংগঠনের চেয়ে আলাদা। আপনাদের আচার-ব্যবহার কর্মকান্ড ভিন্ন হবে। আপনাদের সুগঠিত কাজ সারাদেশে জিয়া পরিষদের সুনাম অর্জন করবে। সুযোগ্য নেতৃত্বে জিয়া পরিষদ এগিয়ে যাবে। নাটোরে জিয়া পরিষদ একটি ব্যান্ড। এ পরিষদকে একটি সুসংগঠিত করতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের সকলের সমন্বয়ে জিয়া পরিষদ দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে।

নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি
আহমুদুল হক চৌধুরীর স্বপন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, বাগাতিপাড়া উপজেলার সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, নলডাঙ্গা উপজেলা সভাপতি এ এন এম সামছুরজ্জামান রুপম, গুরুদাসপুর উপজেলার সভাপতি মো. আবুল কামাল আজাদ, বড়াইগ্রাম উপজেলার সভাপতি মো. লুৎফর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।