নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নাটোর প্রতিনিধি
নানা আয়োজনে জেলা প্রশাসনের উদ্যোগে নাটোরে
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ ই আগস্ট )জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুস্তক অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
দুপরে নাটোর কেন্দ্রীয় গাড়িখানা গোরস্থানে জুলাই শহীদদের কবরস্থানের দোয়া ও মোনাজাতের করা হয। এসময় জুলাই শহীদ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই শহীদ পরিবার,ও আহতদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহীদ পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরোফিন,জুলাই শহীদ মিমদাদ এর বাবা অধ্যক্ষ দেলোয়ার হোসাইন, শহীদ মেহেদী হাসান রবিন এর সন্তান, ওয়াহিদ হাসান রাহাত, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জামাত ইসলামী আমির মীর নুরুল ইসলাম সহ অনেকেই।