লালপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি

নাটোর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ ই আগষ্ট আওয়ামীলীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূতি পালন উপলক্ষে নাটোরে লালপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার লালপুর বাজার থেকে বিজয় র্যালি বের করা হয়। বিজয় র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লালপুর বাজারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ব্যারিষ্ট্যার ফারজানা শারমিন পুতুল,লালপুর উপজেলার বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আশরাফুল আলম লুলু সহ লালপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন ৫ ই আগষ্ট ২০২৪ সালে আওয়ামী লীগ ফ্যাসিস সরকারের পতনের মাধ্যমে দেশ ফ্যাসিস মুক্ত হয়েছিলো। আর কোন ফ্যাসিস সরকার যেন ভোট বিহীন ভাবে ক্ষমতা আকড়ে ধরে রাখতে না পারে। এজন্য অন্তবর্তী সরকারকে দূত নির্বাচন দেওয়ার আহবান জনান বক্তারা।