নাটোরে শহীদদের স্মরণে আলোচনা ও গাছের চারা বিতরণ

নাটোর প্রতিনিধি।
হৃদয়ে গণ অভ্যুত্থান ২০২৪ উপলক্ষে নাটোরে শহীদদের স্মরণ, বিজয় উৎযাপন, আলোচনা দোয়া ও বৃক্ষ রোপন, বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাফুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শহীদদের স্মরণ, বিজয় উৎযাপন, আলোচনা দোয়া ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে ১,২ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সভাপতি নাটোর সদর উপজেলা বিএনপি অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাফুরিয়া ইউনিয়ন বিএনপি ও চেয়ারম্যান কাফুরিয়া ইউপি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি নাটোর জেলা দাসাস আহ্বায়ক মেহেদী হাসান ।মোঃ আমিনুল ইসলাম,দপ্তর সম্পাদক নাটোর সদর উপজেলা যুবদল। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ৩শ পেয়ারা, নিম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।