সিংড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া পৌরসভার চকসিংড়া দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় শোলাকুড়া নদীর ধারের ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
পরে বিকেল ৫টায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা মো. আল-আমিনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন সমাজসেবক মো. ফরিদ উদ্দিন, মো. আবুল কালাম আজাদ, নুর হোসেন নাইচ, মো. আব্দুল মন্নাফ, আশরাফুল ইসলাম নাইচ, শফিকুল ইসলাম শফিন, সোহরাব হোসেন, সাব্বির হোসেন, খেলা পরিচালনা কমিটির সদস্য রকি হোসেন, আবু তালহা মাহি, মাজিদুল ইসলাম, রিফাত আলী, রাসেল প্রাং, মাহমুদুল হাসান সবুজ, রায়হান আলী প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টে চকসিংড়া বন্ধুমহল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শাহপাড়া ব্রাদার্স ফুটবল একাদশ।