নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ পরিস্কার-পরিচ্ছনতা শুরু

নাটোর প্রতিনিধি.
নাটারে শহরর মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কারের উদ্যাগ নিয়েছে জেলা প্রশাসন।

বহস্পতিবার দুপুর শহরের লিয়াকত ব্রীজ এলাকায় এ কার্য়ক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আসমা খাতুন , নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরফিন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী শামীম ভূইয়া, ইউনাইটড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দীন নাসিম ।

জেলা প্রশাসক আসমা শাহীন বলন, নাটােরে সবকিছু রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইক সচেতন হতে হবে। আমরা আজকে হয়তাে একটি নদ পরিস্কার করছি। আমরা ঐক্যবদ্ধভাবে অঙ্গিকার করছি- নাটােরকে মুক্ত করার জন্য যা প্রয়ােজন আমরা সবাই মিল একসঙ্গে করবাে।