ইসলামী শিক্ষা দিবসে সিংড়ায় ছাত্রশিবিরের খাবার বিতরণ

সিংড়া (নাটোর) সংবাদদাতা
১৫ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে রিক্সা চালক, দিনমজুর ও পথচারীদের মাঝে খাবার, পানি ও শিক্ষা দিবসের লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ শাখা।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টায় পৌর শহরের বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেন শিবিরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ, সেক্রেটারি আল আমিন, কলেজ সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারি হাসিবুল ইসলাম আবির প্রমুখ।