ধর্ম যার যার বাংলাদেশ সবার-দুলু

নাটোর প্রতিনিধি
বিএনপির কেদ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলছেন,ধর্ম যার যার বাংলাদেশ সবার। এদেশ হিদু মুসলিম খ্রীষ্টান সকল মানুষ মিলে মিশে একাকার হয়ে বসবাস করে।
শনিবার(১৬ আগষ্ট) নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বােধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার সব সময় দেশের হিদু সমাজকে নিজেদের ভোট ব্যাংক মনে করেছে। আবার তাদের দ্বারাই হিন্দু সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। নির্বাচন হবে এদেশের জনগণ যাকে পচ্ছন্দ করে তাকে ভোট দিবে। জনগণ আমাকে পচ্ছন্দ করলে আমাকে ভােট দিবে, আমাকে পচ্ছন্দ না করলে তাদের পচ্ছন্দের অন্য যে কোন প্রার্থীকে ভোট দিবেন। কােন ভাবেই ভােট পিছানাের কোন ষড়যন্ত্র মনে নেওয়া হবে না।
বিএনপির নেতা দুলু আরও বলেন, ২০০১ সালের পর থেকে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। অথচ নাটােরের যত উনয়ন সবগুলাে আমার হাত দিয়েই হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপি মন্ত্রীরা জনগণের জন্য আসা অর্থ লুটপাট করে নিজেরা বাড়ি গাড়ি সম্পদের পাহাড় গড়েছে। বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।
ভূষনগাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মদিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিকের সভাপতিত্ব অনুষ্ঠান বক্তব্য রাখেন, নাটাের জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ আহবায়ক মােস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাসিম উদ্দীন নাসিম, নলডাঙ্গা উপজলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, মন্দিরর কমিটির সাধারন সম্পাদক সত্যন্দ কুমার দাস প্রমুখ।