নাটোরে মৎস্য সপ্তাহ পালিত

নাটোর প্রতিনিধি
র্যালি, পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে নাটোরে মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে জেলা মৎস্য অধিদপ্তর একটি র্যালি বের করা হয়। পরে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি পার্কের খালে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক আসমা শাহিন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা।
সভা বক্তারা বলেন, শেষে জেলায় মাছ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলামসহ মৎস্য চাষী গণ।